তাইওয়ান ইস্যু হচ্ছে চীন-মার্কিন সম্পর্কের রাজনৈতিক ভিত্তি: চীনা মুখপাত্র
2023-02-28 21:01:20


ফেব্রুয়ারি ২৮: তাইওয়ান ইস্যু হচ্ছে চীন-মার্কিন সম্পর্কের রাজনৈতিক ভিত্তি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। 


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেনের তাইওয়ানবিষয়ক সাম্প্রতিক মন্তব্যের জবাবে মুখপাত্র আরও বলেন, তাইওয়ান নিয়ে বিপজ্জনক খেলায় না-জড়াতে যুক্তরাষ্ট্রকে বার বার তাগিদ দিয়ে আসছে চীন। এ ব্যাপারে নিজের আচরণ না-বদলালে যুক্তরাষ্ট্রকে এর গুরুতর ফল ভোগ করতে হবে।


মাও নিং বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য অবাস্তব ও দায়িত্বজ্ঞানহীন। চীন এ ধরনের মন্তব্যের তীব্র বিরোধিতা করে। 


তিনি বলেন, প্রাচীনকাল থেকেই তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ; আর ‘এক চীননীতি’ হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের একটি মৌলিক নীতি। এই নীতি মেনে চলা চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার মূল পূর্বশর্ত।


চীনা মুখপাত্র জোর দিয়ে বলেন, তাইওয়ান চীনের অভ্যন্তরীণ ও মৌলিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যু। এটি চীন-মার্কিন সম্পর্কের রেডলাইন। যুক্তরাষ্ট্রের উচিত এ ব্যাপারে সতর্ক থাকা এবং এ লাইন অতিক্রমের চেষ্টা না-করা। (আকাশ/আলিম/ফেইফেই)