পয়লা মার্চ ‘ছিউসি’ ম্যাগাজিনে প্রকাশিত হবে সি চিন পিংয়ের প্রবন্ধ
2023-02-28 16:36:21

ফেব্রুয়ারি ২৮: আগামীকাল (বুধবার) পয়লা মার্চ চীনের ‘ছিউসি’ ম্যাগাজিনে প্রকাশিত হবে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট, ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিংয়ের ‘নতুন যুগে সিপিসি এবং জনগণের অগ্রগতির পথ’ শীর্ষক একটি প্রবন্ধ।  

প্রবন্ধে বলা হয়েছে, সিপিসি-র সার্বিক নেতৃত্বে অবিচল থাকা হল চীনের বৈশিষ্ট্যয় সমাজতন্ত্র উন্নয়নের প্রয়োজনীয় পথ। এভাবে আমরা এক্যবদ্ধ হয়ে উদ্ভাবন ত্বরান্বিত করতে এবং কঠিনতাকে পরাজিত করার শক্তি অর্জন করতে পারবো।  

প্রবন্ধে তিনি লিখেছেন, চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র হল চীনা জাতির মহান পুনরুত্থানের স্বপ্ন বাস্তবায়নের প্রয়োজনীয় পথ। এ পথে অবিচল থাকলে আমরা অবশ্যই সুন্দর জীবনের জন্য জনগণের আকাঙ্খা পূরণ করতে পারবো, জনগণের সচ্ছল জীবন নিশ্চিত করতে পারবো।

প্রবন্ধে সি চিন পিং বলেন, ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করা হল চীনা জনগণের ঐতিহাসিক সাফল্য অর্জনের প্রয়োজনীয় পথ। সিপিসি-র নেতৃত্বে সকল চীনা ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করলে, আমরা অবশ্যই সামনে যাওয়ার পথের সব কঠিনতাকে পরাজিত করতে পারবো, অব্যাহতভাবে উল্লেখযোগ্য নতুন বিস্ময় সৃষ্টি করতে পারবো।

প্রবন্ধে বলা হয়েছে, উন্নয়নের নতুন চিন্তাধারা বাস্তবায়ন করা হল নতুন যুগে চীনের উন্নয়নের প্রয়োজনীয় পথ। শুধু পূর্ণাঙ্গ, সঠিক ও সার্বিকভাবে উন্নয়নের নতুন চিন্তাধারা বাস্তবায়ন করা, উন্নয়নের নতুন কাঠামোর নির্মাণকাজ দ্রুততর করা, উচ্চ মানের উন্নয়ন ত্বরান্বিত করা, এবং দ্রুত বৈজ্ঞানিক আত্মনির্ভরতা বাস্তবায়ন করলে, আমরা অবশ্যই দেশের উন্নয়নের প্রতিদ্বন্দ্বিতা-শক্তি বাড়াতে পারবো, আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়ী হতে পারবো।  

প্রবন্ধে আরও লেখা হয়েছে, সার্বিকভাবে সিপিসি-কে পরিচালনা করা হল সিপিসি-র প্রাণচঞ্চল থাকা এবং নতুন যুগে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয় পথ। সিপিসি-কে নষ্ট করতে পারে এমন ক্ষতিকর উপাদানসমূহ নির্মূল করতে হবে। (শুয়েই/আলিম/আকাশ)