বিখ্যাত গণিতবিদ ছিউ ছেং থোংয়ের সঙ্গে চীনের প্রধানমন্ত্রীর বৈঠক
2023-02-27 11:41:55

লি খ্য ছিয়াং বলেন, মৌলিক বিজ্ঞান হল বিজ্ঞান প্রযুক্তির উদ্ভাবন ও উন্নয়নের গুরুত্বপূর্ণ শক্তি, এবং গণিত হল মৌলিক বিজ্ঞানের ভিত্তি। এর গুরুত্ব বলার অপেক্ষা রাখে না। তাই মৌলিক বিজ্ঞানের নিয়মকে সম্মান করে গবেষণা এবং বিজ্ঞান প্রযুক্তির উদ্ভাবন ও উন্নয়নের ভিত্তিকে শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, গবেষণার জন্য ভালো পরিবেশ সৃষ্টি এবং আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা জোরদার করবে এবং মানব সভ্যতার উন্নয়নে অবদান রাখবে চীন।

উল্লেখ্য, ছিউ ছেং থোং গণিতে সর্বোচ্চ সম্মাননা ফিল্ডস ফেমেড লাভকারী প্রথম চীনা। দীর্ঘদিন ধরে তিনি গণিত গবেষণা ও শিক্ষকতায় নিযুক্ত রয়েছেন।

 (তুহিনা/এনাম/শিখা)