চীনে প্রথম শিল্প তথ্য-বিনিময় এলাকা প্রতিষ্ঠিত
2023-02-26 19:55:34

ফেব্রুয়ারি ২৬: গতকাল (শনিবার) চীনে প্রথম শিল্প তথ্য-বিনিময় এলাকা প্রতিষ্ঠিত হয়েছে। এই এলাকার আনুষ্ঠানিক নাম হচ্ছে: বেইজিং আন্তর্জাতিক উপাত্ত বিনিময়ের শিল্প তথ্য-বিনিময় এলাকা। এটি শিল্প খাতে তথ্য-বিনিময় প্লাটফর্ম হিসেবে কাজ করবে।


সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ থিয়ান ইয়ে জানান, বিশ্লেষণের মাধ্যমে আরও সুষ্ঠুভাবে প্রাপ্ত তথ্যাদি কাজে লাগানো যেতে পারে। এতে সাধারণ মানুষ এবং শিল্পপ্রতিষ্ঠানগুলো উপকৃত হবে।


উল্লেখ্য, বতর্মানে চীনের ৩১টি প্রদেশে উপাত্ত বিনিময়কেন্দ্রের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। দেশব্যাপী ইতোমধ্যে আন্তর্জাতিক, জাতীয় বা প্রাদেশিক মানের ৪৫টি উপাত্ত বিনিময় প্লাটফর্ম প্রতিষ্ঠিত হয়েছে। (আকাশ/আলিম/ফেইফেই)