রাষ্ট্রীয় পরিষদের স্থায়ী সম্মেলনে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং
2023-02-23 17:25:12

ফেব্রুয়ারি ২৩: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (বুধবার) বেইজিংয়ে রাষ্ট্রীয় পরিষদের স্থায়ী সম্মেলনে সভাপতিত্ব করেছেন। সম্মেলনে তিনি দুই অধিবেশন সংক্রান্ত মতামত ও প্রস্তাব বাস্তবায়নের অবস্থা শুনেছেন, অনুষ্ঠেয় দুই অধিবেশনে অংশগ্রহণকারী প্রতিনিধি বা সদস্যদের প্রস্তাব ও পরামর্শ শোনার দায়িত্ব বণ্টন করেছেন, বিভিন্ন বিষয় শুনেছেন এবং সংশ্লিষ্ট প্রস্তাবনা দিয়েছেন।

 

সম্মেলনে বলা হয় যে, জনগণ সরকারের ক্ষমতার উত্স এবং প্রশাসনিক ব্যবস্থা নিশ্চয়ই জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে খাপ খাওয়াতে হবে। জাতীয় গণকংগ্রেস বা এনপিসি’র প্রতিনিধিদের পরামর্শ এবং গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলন বা সিপিপিসিসি’র সদস্যদের প্রস্তাবগুলো হলো সরকারের পক্ষ থেকে জনগণের কথা শোনা এবং জনগণের তত্ত্বাবধান গ্রহণ করার অভ্যন্তরীণ প্রয়োজনীয়তা, বিজ্ঞানসম্মত ও গণতান্ত্রিক নীতি প্রণয়ন, কাজ উন্নত করা এবং মতৈক্য সংযুক্ত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিগত ৫ বছরে প্রতিনিধি ও সদস্যদের ১৮ হাজারেরও বেশি প্রস্তাব ও পরামর্শ গ্রহণ করা হয়েছে এবং ৭৮০০টিরও বেশি সংশ্লিষ্ট নীতি ও ব্যবস্থা জারি করা হয়েছে। সংস্কারের মাধ্যমে উন্নয়ন ও জনগণের প্রয়োজনীয়তার সঙ্গে জড়িত অনেক সমস্যা সমাধান করা হয়।

 

সম্মেলনে উল্লেখ করা হয় যে, বর্তমানে অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীলতা বজায় রাখার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। তবে, অনেক চ্যালেঞ্জও রয়েছে। মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলো, ব্যক্তিগত ব্যবসায় অসুবিধার সম্মুখীন হচ্ছে। তাই, এসব উদ্যোগে সাহায্য করতে সংশ্লিষ্ট নীতিমালা বাস্তবায়ন করার মাধ্যমে ব্যবসার পরিবেশ সুবিন্যস্ত করা এবং বাজারের প্রাণবন্ত শক্তি জোরালো করা উচিত্ বলে প্রধানমন্ত্রী লি উল্লেখ করেন।

লিলি/তৌহিদ/রুবি