‘বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাবের ধারণা নথিতে’ বিশ্বের নিরাপত্তা রক্ষায় চীনের দৃঢ় সংকল্প প্রতিফলিত হয়েছে: ছিন কাং
2023-02-21 18:27:46

ফেব্রুয়ারি ২১: ‘বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাব: নিরাপত্তার সংকটাবস্থা সমাধানে চীনের প্রস্তাবনা’ ল্যান্টিং ফোরাম আজ (মঙ্গলবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং তার বক্তৃতায় বলেন, চীন আনুষ্ঠানিকভাবে ‘বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাবের ধারণা নথি’ প্রকাশ করেছে, এতে বিশ্ব নিরাপত্তা প্রস্তাবের মূল ধারণা ও নিয়ম ব্যাখ্যা করা হয়েছে, মূল সহযোগিতার দিকনির্দেশনা ও প্ল্যাটফর্ম সুস্পষ্ট করা হয়েছে। বিশ্ব শান্তি বজায় রাখার জন্য চীনের দায়িত্ব এবং বৈশ্বিক নিরাপত্তা রক্ষায় চীনের দৃঢ় সংকল্প দেখানো হয়েছে এই দলিলে।

ছিন কাং বলেন, ‘ধারণা নথিতে’ ২০টি মূল সহযোগিতার দিকনির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। সংক্ষেপে এর প্রধান বিষয় হল: নিরাপত্তা শাসনে জাতিসংঘের মূল ভূমিকা দৃঢ়ভাবে সমর্থন করা, বড় রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় ও ইতিবাচক যোগাযোগ বাড়ানোর জন্য চেষ্টা করা, সক্রিয় সংলাপের মাধ্যমে আলোচিত সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধান করা, কার্যকরভাবে প্রথাগত ও অপ্রথাগত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং বিশ্বব্যাপী নিরাপদ শাসনব্যবস্থা এবং সক্ষমতা বাড়ানো।

লিলি/তৌহিদ/রুবি