মিউনিখে ওয়াং ই’র সাথে ইইউ কর্মকর্তার বৈঠক
2023-02-20 14:18:47

ফেব্রুয়ারি ২০: স্থানীয় সময় ১৮ ফেব্রুয়ারি মিউনিখ নিরাপত্তা সম্মেলনের অবকাশে, সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও চীনা কেন্দ্রীয় পররাষ্ট্র বিষয়ক কমিশন কার্যালয়ের পরিচালক ওয়াং ই, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র কূটনৈতিক ও নিরাপত্তানীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি বোরেলের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে ওয়াং ই বলেন, চীন ও ইউরোপ একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার; দু’পক্ষের মধ্যে মতভেদের চেয়ে মতৈক্য বেশি। চলতি বছর হল চীন ও ইইউ’র সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার ২০তম বার্ষিকী। দু’পক্ষের উচিত অংশীদারিত্বের এই সম্পর্কে অবিচল থাকা, পরস্পরের মূল স্বার্থকে সম্মান করা, সহযোগিতা করে পরবর্তী সুন্দর ২০ বছরের জন্য চেষ্টা চালানো।

ওয়াং ই বলেন, চীনে মহামারী পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটেছে।  এখন চীন-ইউরোপ যোগাযোগ ও বিনিময় বাড়বে বলে বেইজিং আশা করে। দু’পক্ষের উচিত উন্মুক্ত সহযোগিতা বজায় রাখা, একসঙ্গে বৈশ্বিক সরবরাহ-চেইনের স্থিতিশীলতা রক্ষা করা। ইইউ-র সদস্যদেশগুলো ‘এক চীননীতি’ মেনে চলবে এবং চীন-ইইউ সম্পর্কের রাজনৈতিক ভিত্তি রক্ষা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এসময় বোরেল বলেন, ইইউ ‘এক চীননীতি’ অনুসরণ করে এবং চীনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার চেষ্টাকে সমর্থন করে। চীনের সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগ জোরদার করতে, বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণ করতে, এবং অভিন্ন উদ্বেগের বিষয় নিয়ে গভীরভাবে মতবিনিময় করতে ইইউ আগ্রহী।  

(তুহিনা/আলিম/রুবি)