ওয়াং ই’র সঙ্গে বেলজিয়ামের প্রধানমন্ত্রীর সাক্ষাত্
2023-02-20 17:24:49

ফেব্রুয়ারি ১৯: বেলজিয়ামের প্রধানমন্ত্রী অ্যালেক্সান্দার দে ক্রো ১৮ ফেব্রুয়ারি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণকারী চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় পররাষ্ট্র-বিষয়ক কমিশন অফিসের পরিচালক ওয়াং ই’র সঙ্গে সাক্ষাত্ করেছেন।

ওয়াং ই বলেন, চীন-বেলজিয়াম সম্পর্ক উন্নয়নের একটি ভাল গতি বজায় রয়েছে, দুই দেশের মধ্যে বাণিজ্য নতুন উচ্চতায় পৌঁছেছে এবং পারস্পরিক কল্যাণকর সহযোগিতায় অগ্রগতি হয়েছে। যা দুই দেশের অভিন্ন স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং চীন-ইউরোপ সম্পর্ক উন্নয়নের ইতিবাচক বিষয়। চীন সুষ্ঠুভাবে মহামারী নিয়ন্ত্রণ করে অর্থনীতির শক্তিশালী পুনরুদ্ধারের পর দু’দেশের সহযোগিতার আরও সুযোগ হবে। উন্মুক্ত সহযোগিতায় সমর্থন করা এবং সম্পর্ক বিচ্ছিন্ন করার বিরোধিতা করায় প্রধানমন্ত্রীর প্রশংসা করে চীন। চীন বেলজিয়ামের সঙ্গে উন্মুক্ত একটি আন্তর্জাতিক বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে চায়। বেলজিয়াম ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র। চীন-ইইউ সম্পর্ক উন্নয়নে বেলজিয়াম গঠনমূলক ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।

ওয়াং ই বলেন, তাইওয়ান সমস্যা চীনের কেন্দ্রীয় স্বার্থের সঙ্গে জড়িত। ‘একচীন নীতিতে’ অবিচল থাকার জন্য বেলজিয়াম সরকারের প্রশংসা করে চীন।

দে ক্রো বলেন, বেলজিয়াম ও চীন বরাবরই ঘনিষ্ঠ যোগাযোগ ও বিনিময় বজায় রেখেছে। বেলজিয়াম চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্ব দেয় এবং দৃঢ়ভাবে ‘একচীন নীতিতে’ অবিচল রয়েছে। আর্থ-বাণিজ্যিক, বেসামরিক বিমান চলাচল এবং নতুন জ্বালানিসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদারের আশা করেন তিনি।

ইউক্রেন সমস্যা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেছেন।

লিলি/তৌহিদ/রুবি