মেইনল্যান্ড ও ম্যাকাও ড্রাইভিং লাইসেন্স পারস্পরিক স্বীকৃতি এবং প্রতিস্থাপনের বিষয়ে চুক্তি স্বাক্ষরিত
2023-02-20 17:25:30

ফেব্রুয়ারি ২০: চীনের গণনিরাপত্তা মন্ত্রণালয় আজ (সোমবার) জানায় যে, সম্প্রতি গণনিরাপত্তা মন্ত্রণালয় ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের সঙ্গে মেইনল্যান্ড ও ম্যাকাওয়ের মধ্যে ড্রাইভিং লাইসেন্সের পারস্পরিক স্বীকৃতি এবং প্রতিস্থাপনের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিটি চলতি বছরের ১৬ই মে কার্যকর হবে।

স্বাক্ষরিত ড্রাইভিং লাইসেন্সের পারস্পরিক স্বীকৃতি এবং প্রতিস্থাপনের চুক্তি অনুসারে, মূল ভূখণ্ড এবং ম্যাকাও বৈধ ড্রাইভিং লাইসেন্সের স্বীকৃতি দেবে এবং একপক্ষ অন্যের ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তিদের সরাসরি গাড়ি চালানোর বা পরীক্ষা ছাড়াই ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার সুযোগ দেবে।

মেইনল্যান্ড ও ম্যাকাও-এর মধ্যে ড্রাইভিং লাইসেন্সের পারস্পরিক স্বীকৃতি ও প্রতিস্থাপন দুই অঞ্চলে ভ্রমণকারী এবং আত্মীয়দের সঙ্গে দেখা করতে আসা লোকদের সরাসরি উপকার করবে, মেইনল্যান্ড ও ম্যাকাওয়ের বাসিন্দাদের গাড়িতে ভ্রমণ সহজ করে তুলবে এবং দুই অঞ্চলের মধ্যে বিনিময় ও উন্নয়ন আরও বেগবান করবে।

লিলি/তৌহিদ/রুবি