ভুল ঠিক করার আন্তরিকতা দেখাতে যুক্তরাষ্ট্রের প্রতি ওয়াং ই’র আহ্বান
2023-02-19 17:18:46

ফেব্রুয়ারি ১৯: চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় পররাষ্ট্র-বিষয়ক কমিশন অফিসের পরিচালক ওয়াং ই জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ভাষণ দেওয়ার পর চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে প্রশ্নের উত্তর দেন। এসময় ভুল ঠিক করার আন্তরিকতা দেখাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

ওয়াং ই বলেন, চীন-যুক্তরাষ্ট্র বিষয়ে সম্প্রতি মনুষ্যবিহীন বেলুনের ঘটনা সবার নজর কেড়েছে। এটি আসলেই একটি মার্কিন রাজনৈতিক প্রহসন। চীন স্পষ্টভাবে ওয়াশিংটনকে বলেছে যে, এটি একটি বেসামরিক মনুষ্যবিহীন এয়ারশিপ। তীব্র পশ্চিমী বায়ুর প্রভাব এবং এর নিজস্ব সীমিত নিয়ন্ত্রণ ক্ষমতার কারণে তা পরিকল্পিত পথ থেকে বিচ্যুত হয়ে মার্কিন আকাশে ঢুকেছে। চীন যুক্তরাষ্ট্রকে যুক্তিসঙ্গত, শান্তিপূর্ণ ও পেশাদার দৃষ্টিভঙ্গি দিয়ে সঠিকভাবে বিষয়টি মোকাবিলা করতে বলেছে। দুঃখজনক বিষয় হলো, যুক্তরাষ্ট্র সে আহ্বান উপেক্ষা করে যুদ্ধবিমান পাঠিয়ে একটি নির্দোষ বেলুনে ক্ষেপণাস্ত্র হামলা করেছে! এ আচরণ অবিশ্বাস্য ও প্রায় উন্মাদনাপূর্ণ! এটি শক্তির শতভাগ অপব্যবহার, যা স্পষ্টভাবে প্রাসঙ্গিক আন্তর্জাতিক কনভেনশনের লঙ্ঘন! চীন কখনোই তা মানবে না এবং যুক্তরাষ্ট্রকে এর তীব্র প্রতিবাদ জানায়।

 

এ ধরনের আকস্মিক ঘটনা চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে; এর অন্তর্নিহিত কারণ হলো চীন সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভুল বোঝাবুঝি এবং কৌশলগত ভুল ধারণা। যুক্তরাষ্ট্রকে পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান এবং সহযোগিতার মাধ্যমে অভিন্ন কল্যাণের নীতির ভিত্তিতে, বিভিন্ন সামাজিক ব্যবস্থা, ইতিহাস ও সংস্কৃতি’র দুটি বড় দেশের সঠিক সহাবস্থানের পথ অনুসন্ধানের আহ্বান জানায় চীন। কিন্তু চীনের বিষয়ে মার্কিন নীতি সম্পূর্ণ বিপরীত, চীনকে সবচেয়ে গুরুতর ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ এবং কৌশলগত প্রতিদ্বন্দ্বী মনে করে যুক্তরাষ্ট্র। এমন ভ্রান্ত মার্কিন দৃষ্টিভঙ্গির কারণে চীনকে অবরুদ্ধ ও দমন করার সব উপায় অবলম্বন করে দেশটি।

লিলি/তৌহিদ/রুবি