প্যারিসে চীন-ফ্রান্স কৌশলগত সংলাপ অনুষ্ঠিত
2023-02-17 14:00:03

ফেব্রুয়ারি ১৭: গতকাল (বৃহস্পতিবার) প্যারিসে ২৩তম চীন-ফ্রান্স কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় বিদেশবিষয়ক কমিশন কার্যালয়ের পরিচালক ওয়াং ই এবং ফরাসি প্রেসিডেন্টের বিদেশবিষয়ক উপদেষ্টা ইমানুয়েল বোন   সংলাপে অংশ নেন।

সংলাপে দু’পক্ষ দ্বিপক্ষীয় কৌশলগত যোগাযোগ জোরদার করতে, পারস্পরিক রাজনৈতিক আস্থা সুসংহত করতে, দ্বিপক্ষীয় বাস্তব সহযোগিতা গভীরতর করতে, এবং যৌথভাবে বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে একমত হয়।

সংলাপে ওয়াং ই বলেন, মহামারী-পরবর্তী সময়ে এসে চীন ফ্রান্সের সঙ্গে যথাশীঘ্র সম্ভব কৌশল, অর্থায়ন ও সংস্কৃতিবিষয় প্রাতিষ্ঠানিক সংলাপ পুনরায় শুরু করতে; বেসামরিক পারমাণবিক জ্বালানি, বিমান চলাচল ও মহাকাশ যান, চিকিত্সা ও স্বাস্থ্য, কৃষিপণ্য, পর্যটন ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে; দু’দেশের সম্পর্ক থেকে আরও ইতিবাচক ফলাফল অর্জন করতে; এবং আগামী বছর চীন-ফ্রান্স কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী পালন করতে আগ্রহী।

এসময় ইমানুয়েল বোন বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সহযোগিতায় নতুন অগ্রগতি অর্জনের প্রত্যাশা জানিয়ে বলেন, তাঁর দেশ ‘এক অঞ্চল, এক পথ’ আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ ফোরামে অংশ নিয়ে, আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে চীনের সঙ্গে সমন্বয় ঘনিষ্ঠতর করতে এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্য বাস্তবায়ন করতে চায়। (প্রেমা/আলিম/শুয়েই)