কাজশেষে তুর্কিয়ে থেকে দেশে ফিরেছে চীনা উদ্ধারকারীদল
2023-02-17 16:49:52

ফেব্রুয়ারি ১৭: গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায়, তুর্কিয়ে থেকে দেশে ফিরে আসেন চীনা উদ্ধারকারী দলের ৮২ জন সদস্য। এদিন স্থানীয় সময় দুপুর ১২টার দিকে, এয়ার চায়নার একটি চার্টার্ড ফ্লাইটে করে, তুর্কিয়ের হাতায় থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হয় দলটি।

চীনা উদ্ধারকারী দলটি গত ৮ ফেব্রুয়ারি ভূমিকম্পদুর্গতের উদ্ধারকাজে অংশ নিতে তুর্কিয়ে পৌঁছায়। দলের সদস্যরা ৮৭টি ধসে পড়া ভবনে অনুসন্ধান চালিয়ে ৬ জন মানুষকে জীবিত এবং ১১টি মৃতদেহ উদ্ধার করে।

উদ্ধারকারী দলটিকে বিদায় জানানোর সময় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক সমন্বয়কারী ইসমাইল দলের সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, উদ্ধারকারী দলের এ প্রচেষ্টা দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে। (ইয়াং/আলিম/ছাই)