‘এনপিসি ও সিপিপিসিসি’র অধিবেশনের খবরাখবর সংগ্রহে দেশি-বিদেশি সাংবাদিকদের স্বাগত জানানো হবে’
2023-02-16 19:20:16

ফেব্রুয়ারি ১৬: চীনের চতুর্দশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি) ও চতুর্দশ জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র প্রথম অধিবেশনের খবরাখবর সংগ্রহের জন্য দেশি-বিদেশি সংবাদদাতাদের স্বাগত জানানো হবে।

এনপিসি’র স্থায়ী কমিটির সাধারণ কার্যালয় এবং সিপিপিসিসি’র সাধারণ কার্যালয় আজ (বৃহস্পতিবার) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়। চতুর্দশ এনপিসি-র প্রথম অধিবেশন এবং চতুর্দশ সিপিপিসিসি-র প্রথম অধিবেশন যথাক্রমে ৫ মার্চ ও ৪ মার্চ বেইজিংয়ে শুরু হবে।

প্রেস ব্রিফিংয়ে উভয় সম্মেলন কাভার করতে ইচ্ছুক সাংবাদিকদের আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হয়। বিদেশি সাংবাদিকরা প্রেস সেন্টারে আবেদন করতে পারবেন; আবেদনের শেষ সময় ২২ ফেব্রুয়ারি।

চতুর্দশ এনপিসি’র প্রথম অধিবেশনের নিউজ সেন্টারের ওয়েবসাইটের ঠিকানা হল: http://www.npc.gov.cn, এবং চতুর্দশ জাতীয় সিপিপিসিসি’র নিউজ সেন্টারের ওয়েবসাইটের ঠিকানা হল http://www.cppcc.gov.cn।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দুই সম্মেলনের সংবাদকেন্দ্রের ওয়েবপেজগুলো সময়মতো আলোচ্যসূচি প্রকাশ করবে; চীনা ও বিদেশি ভাষায় সম্মেলনের মূল নথি সরবরাহ করবে, এবং সাক্ষাৎকারসম্পর্কিত তথ্য সরবরাহ করবে। (ইয়াং/আলিম/ছাই)