জলবায়ু পরিবর্তনের কুফল রোধে যৌথ প্রচেষ্টা চালাতে জাতিসংঘে চীনা প্রতিনিধির আহ্বান
2023-02-15 16:29:54

ফেব্রুয়ারি ১৫: জলবায়ু পরিবর্তনের কুফল রোধে যৌথ প্রচেষ্টা চালাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন। তিনি গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদে আয়োজিত এক সংশ্লিষ্ট উন্মুক্ত সভায় বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে পৃথিবীপৃষ্ঠের ক্রমবর্ধমান উষ্ণতা হ্রাস এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতার দ্রুত বৃদ্ধি রোধে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে।

চাং চুন বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পরিণতি সম্পর্কে গবেষণা জোরদার করা এবং একই সাথে জলবায়ু পরিবর্তনের মূল কারণগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা করা।

তিনি বলেন, প্যারিস জলবায়ু চুক্তিতে তাপমাত্রা নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য, উন্নত দেশগুলোকে কার্বন নির্গমন হ্রাসে নেতৃত্ব দিতে বলা হয়েছে। অথচ গত বছর থেকে একাধিক উন্নত দেশে জীবাশ্ম শক্তির ব্যবহার বেড়েছে এবং কার্বন নির্গমন না-কমে বরং বেড়েছে। এক্ষেত্রে উন্নত দেশগুলোকে অনুকরণীয় ভূমিকা পালন করতে হবে।

চাং চুন বলেন, ২০০৯ সালের প্রথম দিকে উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণস্বরূপ, বছরে ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত তা দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, সত্যিকারের বহুপাক্ষিকতা অনুসরণ করা এবং সংহতি ও সহযোগিতা জোরদার করাই জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার একমাত্র উপায়। এ ব্যাপারে চীন অগ্রণী ভূমিকা পালন করছে। চীন এক্ষেত্রে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। (ইয়াং/আলিম/হাইমান)