বেইজিংয়ে ইরানি প্রেসিডেন্টের সঙ্গে লি খ্য ছিয়াংয়ের বৈঠক
2023-02-15 16:20:52

ফেব্রুয়ারি ১৫: গতকাল (মঙ্গলবার) সকালে বেইজিংয়ে, চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়া ইরানের সফররত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে লি খ্য ছিয়াং বলেন, চীন ও ইরান প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ দুটি দেশ। দু’দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানের দীর্ঘ ইতিহাসও রয়েছে। দু’দেশের মধ্যে সার্বিক সহযোগিতা পরিকল্পনা বাস্তবায়ন করা, অর্থনৈতিক ও বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা প্রচার করা, পারস্পরিক পণ্য রফতানি বৃদ্ধি করা, এবং জনগণের জীবনমান উন্নয়নের জন্য নিবেদিত বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা চীনের লক্ষ্য।  

এসময় ইব্রাহিম রাইসি বলেন, ইরান ও চীনের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। ইরান চীনের সাথে সম্পর্কের আরও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ, এবং পারস্পরিক শ্রদ্ধা, সুবিধা ও জয়-জয় নীতির ভিত্তিতে, বিভিন্ন দ্বিপক্ষীয় সহযোগিতা-প্রকল্প বাস্তবায়ন করতে ইচ্ছুক। বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য আন্তর্জাতিক বিষয়ে চীনের সাথে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতেও ইচ্ছুক ইরান।

(ইয়াং/আলিম/হাইমান)