ইরানি প্রেসিডেন্টের চীন সফর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করবে: চীনা মুখপাত্র
2023-02-14 13:53:32

ফেব্রুয়ারি ১৪: ইরানি প্রেসিডেন্টের আসন্ন চীন সফর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করবে। চীন এ সফরকে কাজে লাগিয়ে, চীন-ইরান সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও উন্নয়নে প্রচেষ্টা চালাবে। গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, ইরানের প্রেসিডেন্ট হিসেবে রাইসির এটাই হবে প্রথম চীন সফর। সফরকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর সাথে বৈঠক করবেন এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবেন।

মুখপাত্র আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দু’দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতা স্থিতিশীলভাবে সামনে এগিয়েছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়াদীতে দু’দেশের মধ্যে সুষ্ঠু যোগাযোগ ও সমন্বয় বজায় ছিল। চীন ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঐক্য ও সহযোগিতা জোরদারে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ত্বরান্বিত করার জন্য গঠনমূলক ভুমিকা পালনে যৌথভাবে কাজ করে যেতে ইচ্ছুক। (প্রেমা/আলিম/আকাশ)