চীনের হাসপাতালগুলোতে কমছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা
2023-02-12 17:36:17

ফেব্রুয়ারি ১২, সিএমজি বাংলা ডেস্ক : চীনের হাসপাতালগুলোতে  এক সপ্তাহের ব্যবধানে করোনা রোগী কমেছে ৬১ হাজার ১৩১ জন।

শনিবার চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এ তথ্য জানিয়েছে।

এক সপ্তাহ আগে চীনের হাসপাতালগুলোতে ৯৮ হাজার ৭৪২ জন করোনা রোগী ভর্তি ছিলো। আর নতুন তথ্য মোতাবেক গত ফেব্রুয়ারির ৩ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলো ৩৭ হাজার ৬১১ জন রোগী।

 সপ্তাহের ব্যবধানে রোগীর সংখ্যা কমেছে ৬১ হাজার ১৩১ জন। 

এ সপ্তাহে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৪২৪ জনের অবস্থা গুরুতর। শুধুমাত্র করোনায় ভুগে আশঙ্কাজনক অবস্থায় আছেন ৪৬ জন আর বাকি ৩৭৮ জনের আগের থেকে অন্যান্য রোগ ছিলো। তাই করোনা আক্রান্ত হবার পর অবস্থার আরো অবনতি ঘটেছে তাদের।

ফেব্রুয়ারির ৩ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত চীনের মূল ভূখন্ডে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১২ জন। এর আগের সাত দিনে করোনায় মৃত রোগীর সংখ্যা ছিলো ৩ হাজার ২৭৮।

বৃহস্পতিবার পর্যন্ত মূল ভূখন্ডের ১২৮ কোটি মানুষকে টিকা দিয়েছে চীন। এর মধ্যে ২৩ কোটি মানুষের বয়স ছিলো ৬০ বা তারও বেশি।

মামুন/হাশিম

তথ্য ও ছবি : চায়না ডেইলি।