ক্রীড়া প্রশিক্ষক নেবে চীনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো
2023-02-12 17:32:54


ফেব্রুয়ারি ১২, সিএমজি বাংলা ডেস্ক : শিক্ষার্থীদের ক্রীড়া শিক্ষা দিতে স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রীড়া প্রশিক্ষক নেবে চীন। শুক্রবার ক্রীড়া  জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্যান্য তিনটি বিভাগের  জারি করা নির্দেশিকায় এ তথ্য জানানো হয়েছে।

 

নির্দেশিকায় উল্লেখ আছে, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক ভোকেশনাল স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলো পূর্ণ-সময় বা খণ্ডকালীন ক্রীড়া  প্রশিক্ষক নেবে। 

নির্দেশিকায় বলা হয়েছে, ক্রীড়া প্রশিক্ষক শিক্ষার্থীদের নির্দিষ্ট ক্রীড়া দক্ষতা প্রশিক্ষণ, শারীরিক প্রশিক্ষণ পরিচালনা এবং ভবিষ্যতের ক্রীড়া প্রতিভা নির্বাচন করার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি স্কুলে স্পোর্টস প্রতিযোগিতার আয়োজন, স্কুল স্পোর্টস টিম পরিচালনা, স্কুল স্পোর্টস ক্লাব প্রতিষ্ঠা ও পরিচালনার দায়িত্বও পালন করবেন তারা।

স্থানীয় সরকার অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের জন্য নির্দিষ্ট সংখ্যক কোচের পদ সংরক্ষণ করতে পারে। পাঠদানের প্রশংসাপত্র পাওয়ার পর, স্কুলের কোচরা ক্রীড়া শিক্ষকদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারবেন, অন্যদিকে ক্রীড়া শিক্ষকরাও কোচিং সার্টিফিকেট পাওয়ার পরে স্কুলের কোচ হতে পারবেন। 

মিম/হাশিম

তথ্য ও ছবি- চায়না ডেইলি।