চীনে জানুয়ারি মাসে সিপিআই বেড়েছে ২.১ শতাংশ
2023-02-11 18:53:55

ফেব্রুয়ারি ১১: চলতি বছরের জানুয়ারিতে চীনের ভোক্তা মূল্য সূচক (সিপিআই) গত বছরের একই সময়ের তুলনায় ২.১ শতাংশ বেড়েছে। আর আগের মাসের তুলনায় বেড়েছে ০.৮ শতাংশ। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো গতকাল (শুক্রবার) এ তথ্য জানায়।

ব্যুরো আরও জানায়, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা এবং দেশীয় কয়লার দাম হ্রাসের মতো কারণগুলোর প্রভাবে, জানুয়ারিতে শিল্প-উত্পাদক মূল্য সূচক (পিপিআই) গত বছরের একই সময়ের তুলনায় ০.৮ শতাংশ কমেছে।

এদিকে, রয়টার্স ক্যাপিটাল ইকোনমিক্সের সিনিয়র অর্থনীতিবিদ জুলিয়ান ইভান্স প্রিচার্ডের উদ্ধৃতি দিয়ে বলেছে, চীনের সিপিআই বৃদ্ধি উন্নত অর্থনীতির তুলনায় অনেক কম। আর ব্লুমবার্গের রিপোর্টে বিশ্লেষকদের উদ্ধৃত দিয়ে বলা হয়েছে, চীনের জানুয়ারির সিপিআই ও পিপিআই স্থিতিশীল মুদ্রাস্ফীতির ইঙ্গিতবাহী এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষণ। (ইয়াং/আলিম/ছাই)