চীনের শিল্পপ্রতিষ্ঠানের বৈধ অধিকার সংরক্ষণ করা হবে: চীনা মুখপাত্র
2023-02-10 10:42:04

ফেব্রুয়ারি ১০: গতকাল (বৃহস্পতিবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সু জুয়ে থিং এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, মার্কিন পক্ষ রাষ্ট্রীয় নিরাপত্তা ধারণার অপব্যবহার করে বাজার অর্থনীতি ও আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক নিয়ম লঙ্ঘন করে ইচ্ছাকৃতভাবে চীনা শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন রোধ করছে। এ আচরণ গুরুতরভাবে বিশ্বের শিল্প ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা এবং প্রযুক্তিগত নব্যতাপ্রবর্তনে ক্ষতি করেছে। চীন এর দৃঢ় প্রতিবাদ জানায় এবং চীনা শিল্পপ্রতিষ্ঠানের বৈধ অধিকার নিশ্চিত করার চেষ্টা করবে।

 

তিনি আরো বলেন, সাম্প্রতিক বছরগুলোতে রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাতে যুক্তরাষ্ট্র রপ্তানি নিষেধাজ্ঞার অপব্যবহার করেছে এবং অন্যান্য দেশের বাণিজ্যে বাধাগ্রস্ত করেছে, সেমিকন্ডাক্টরসহ বিভিন্ন পণ্যের স্বাভাবিক বিনিময়ে বাধা দিয়েছে।

 

চীন এবং জাপান ও নেদারল্যান্ডসের  সেমিকন্ডাক্টর বাণিজ্য ইস্যুতে সংশ্লিষ্ট পক্ষকে আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক নিয়ম অনুসরণের আহ্বান জানায়, যাতে বিশ্ব বাণিজ্য সংস্থার কাঠামোতে বিভিন্ন দায়িত্ব পালন করা যায়। চীন বিভিন্ন পক্ষের সঙ্গে বিশ্বের শিল্প চেইন ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা সংরক্ষণ করতে ইচ্ছুক।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)