যুক্তরাষ্ট্রের উচিত ‘নর্ড স্ট্রিম’ পাইপ লাইন বিস্ফোরণের বিষয়ে জবাব দেওয়া
2023-02-10 18:26:44

ফেব্রুয়ারি ১০: রাশিয়া থেকে ইউরোপে প্রাকৃতিক গ্যাস সরবরাহের পাইপ লাইন ‘নর্ড স্ট্রিমের’ বিস্ফোরণ নিয়ে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের তদন্ত রিপোর্টার সেমুর হার্শ এক প্রবন্ধে জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে ‘নর্ড স্ট্রিম’ মার্কিন গোয়েন্দা সংস্থা এবং মার্কিন বাহিনীর গোপন বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। আজ (শুক্রবার) বেইজিংয়ে আয়োজিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে মুখপাত্র বলেন, নর্ড স্ট্রিম প্রাকৃতিক গ্যাস পাইপ লাইন হলো গুরুত্বপূর্ণ আন্তঃদেশীয় অবকাঠামো ব্যবস্থা। সংশ্লিষ্ট বিস্ফোরণ বিশ্বের জ্বালানি বাজার এবং বিশ্বের প্রাকৃতিক পরিবেশের ওপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলেছে। হার্শের তদন্ত সত্য হলে, এমন আচরণ গ্রহণযোগ্য হবে না। যুক্তরাষ্ট্রের উচিত বিশ্বকে দায়িত্বশীল জবাব দেওয়া।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)