সোমালিয়ার খরা মোকাবিলায় অর্থায়নের আহ্বান জানায় জাতিসংঘ
2023-02-09 11:28:51

ফেব্রুয়ারি ৯: গতকাল (বুধবার) জাতিসংঘ ও সোমালিয়া মানবিক সহযোগী অংশীদার ও সোমালিয়া সরকারের যৌথ উদ্যোগে ২০২৩ সালে দেশের মানবিক জরুরি পরিকল্পনা প্রকাশিত হয়েছে। এতে আন্তর্জাতিক সমাজকে ২৬০ কোটি মার্কিন ডলার দিয়ে সোমালিয়ার খরা-কবলিত এলাকার ৭৬ লাখ মানুষের জীবনযাপনে অর্থ সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

জাতিসংঘের ওয়েবসাইট থেকে জানা গেছে, টানা ৫টি বৃষ্টির সময় বৃষ্টির অভাবে সোমালিয়ার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ও গুরুতর খরার ঝুঁকি তৈরি হয়েছে। বর্তমানে খরার কারণে দেশে ১৪ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়েছে এবং প্রায় ৩৫ লাখ পশু মারা গেছে। মানবিক ত্রাণ না হলে আগামী এপ্রিল থেকে জুন মাস পর খুব দুর্ভিক্ষের আশঙ্কা রয়েছে।

 

জাতিসংঘের পরিসংখ্যান থেকে জানা গেছে, বর্তমানে সোমালিয়ায় প্রায় ৮০ লাখ মানুষ খাদ্যশস্য ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। দেশটিতে কলেরা, হামসহ অনেক রোগ সনাক্ত হয়েছে। সংঘর্ষ ও আঞ্চলিক দাঙ্গা স্থানীয় মানবিক ত্রাণ কার্যক্রমে ব্যাপক বাধা দিচ্ছে।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)