বর্ণাঢ্য আয়োজনে চীনে লণ্ঠন উৎসব উদযাপন
2023-02-06 14:09:35

ফেব্রুয়ারি ৬, সিএমজি বাংলা ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনে ৫ ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী লণ্ঠন উৎসব উদযাপন করেছে চীনের মানুষ।

চীনের বসন্ত উৎসব ও চান্দ্র নববর্ষের সমাপ্তিসূচক এ উৎসবকে ঘিরে রাজধানী বেইজিংসহ গোটা চীন হয়ে ওঠে বর্ণিল। নানা রঙ আর আকারের লন্ঠনে ঝলমল করে গোটা দেশ। নানা স্থানে লাইট-শো রাতের আকাশকে বর্ণবিভায় উজ্জ্বল করে তোলে।

ঐতিহ্যবাহী সিংহনৃত্য, ড্রাগননৃত্যসহ নানা লোকজ ও আধুনিক সাংস্কৃতিক পরিবেশনা এবং চীনের বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরে পরিবেশনা মুগ্ধ করে স্থানীয় দর্শনার্থী, পর্যটকদের। সিএমজি বসন্ত উৎসব গালার মতোই লণ্ঠন উৎসবেও ছিল সিএমজি’র অনবদ্য পরিবেশনা।

লণ্ঠন উৎসবে ইউয়ানশিয়াওসহ নানা ঐতিহ্যবাহী খাবার-দাবার পরিবার-পরিজনের সঙ্গে উপভোগ করেন চীনের মানুষ। চীনা চান্দ্র নববর্ষের প্রথম মাসের ১৫তম দিনে এ উৎসবের মাধ্যমে শেষ হলো চীনাদের দু’সপ্তাহব্যাপী বসন্ত উৎসব উদযাপন।

হাশিম/শান্তা।