চীনের আকাশযানে আক্রমণ নিয়ে বেইজিংয়ের কঠোর মনোভাব
2023-02-06 16:59:14

ফেব্রুয়ারি ৬: গতকাল (রোববার) চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সিয়ে ফেং চীনে নিযুক্ত মার্কিন দূতাবাসের দায়িত্বশীল কর্মকর্তাকে চীনের বেসামরিক আকাশযানে মার্কিন আক্রমণের বিষয়ে কঠোর মনোভাব জানিয়েছেন।

সিয়ে ফেং জোর দিয়ে বলেন, চীনের বেসামরিক চালকবিহীন আকাশযানটি মার্কিন আকাশ সীমায় প্রবেশ ‘অনাকাঙ্ক্ষিত ঘটনায়’ সৃষ্ট অপ্রত্যাশিত বিষয়। যা খুব স্পষ্ট, একে বিকৃত করা যায় না। তবে, যুক্তরাষ্ট্র তা উপেক্ষা করে মার্কিন আকাশসীমা থেকে বের হয়ে যাবার সময় আকাশযানের ওপর সশস্ত্র আক্রমণ করে। যা সুস্পষ্ট বাড়াবাড়ি আচরণ এবং তা আন্তর্জাতিক আইন ও নিয়মের লঙ্ঘন। মার্কিন আচরণ বালি দ্বীপ বৈঠকের পর দু’দেশের সম্পর্ক স্থিতিশীল করার ক্ষেত্রে দু’পক্ষের চেষ্টার জন্য গুরুতর ক্ষতিকর। চীন এর দৃঢ় বিরোধিতা করে এবং তীব্র প্রতিবাদ জানায়। চীন যুক্তরাষ্ট্রকে চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত না-করা এবং পরিস্থিতির অবনতি এড়ানোর তাগিদ দেয়। চীন সরকার এ ঘটনার ওপর নিবিড় দৃষ্টি রাখছে। চীন দৃঢ়ভাবে দেশীয় প্রতিষ্ঠানের বৈধ স্বার্থ রক্ষা করবে, চীনের স্বার্থ ও মর্যাদা রক্ষা করবে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)