নতুন বছরে ৭৯৫ নতুন প্রকল্প চীনের শানসি প্রদেশে
2023-02-03 19:11:27

ফেব্রুয়ারি ৩, সিএমজি বাংলা ডেস্ক: নতুন বছরে ৭৯৫টি নতুন প্রকল্প নিয়ে এসেছে চীনের শানসি প্রদেশ। এসব প্রকল্পে ব্যয় হবে ৫৬৫ বিলিয়ন ইউয়ানের বেশি অর্থ। করোনা পরবর্তী সময় অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন উদ্যোমে কাজ শুরু করেছে চীন সরকার। বিভিন্ন প্রদেশে নেওয়া হয়েছে নানামুখী প্রকল্প।

রাষ্ট্রীয় পর্যায় থেকে বিনিয়োগ উৎসাহিত করা হচ্ছে বিভিন্ন প্রদেশে। এমনই এক প্রদেশ চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানসি। শানসির প্রশাসন নতুন বছরে হাতে নিয়েছে ৫৬৪ দশমিক ৬ বিলিয়ন ইউয়ান বা ৮৩ বিলিয়ন মার্কিন ডলারের ৭৯৫টি প্রকল্প। এসব প্রকল্প নেওয়ার ফলে এই বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে আগের বছরের চেয়ে ২৬ শতাংশ বেশি। 

বিশেষ করে চীনের নতুন বছরের ছুটি উদযাপন শেষেই এসব প্রকল্পের কাজ শুরু হয়েছে এই প্রদেশে। প্রকল্পের কাজ দেখভাল করছে প্রাদেশিক ও মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ।

কৃষিপণ্য উৎপাদনের মানোন্নয়ন, কৌশলগত পণ্য উৎপাদনের সক্ষমতা বাড়ানোই এসব বিনিয়োগের লক্ষ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর পাশাপাশি এই প্রদেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও উদ্ভাবনকে গতিশীল করা হবে এই প্রকল্পের মাধ্যমে।

শানসি প্রদেশের উন্নয়ন ও সংস্কার কমিশন বলছে, ২০২৩ সালে প্রদেশে অন্তত সাড়ে ৪ হাজার অবকাঠোমো নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। এসব প্রকল্পে ব্যয় হবে ৫ দশমিক ৪৬ ট্রিলিয়ন ইউয়ান বা ৮০৫ বিলিয়ন মার্কিন ডলার।

প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে জ্বালানী ও রাসায়নিক শিল্প, উদ্ভাবন বিষয়ক শিল্প এবং ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি শিল্পকে।

সাজিদ/ শান্তা