বসন্তকালীন কৃষির উদযাপন
2023-02-03 17:35:07

ফেব্রুয়ারি ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে এখন বসন্তকালীন কৃষিকাজ শুরু হচ্ছে। সম্প্রতি ফুচিয়ান প্রদেশের নিংদ্য এলাকায় গ্রামবাসীরা একটি বিশেষ রীতির মাধ্যমে বসন্তকালীন কৃষিকাজের সূচনা করেন। কাদা মাটিতে দৌড়ে এবং গৌতম বুদ্ধের একটি প্রতিমা বহন করে তারা বিশেষ উৎসব পালন করেন।

এই ঐতিহ্যবাহী উৎসবটি হাক্কা জনগোষ্ঠীর মধ্যে শত শত বছর ধরে প্রচলিত। বসন্তকালীন কৃষির সূচনায় এই বিশেষ অনুষ্ঠানে তারা ভালো ফসলের জন্য প্রার্থনা করে থাকেন।

শান্তা/সাজিদ