ইরাকে সন্ত্রাসদমনে সমর্থন দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি চীনের আহ্বান
2023-02-03 14:33:28

ফেব্রুয়ারি ৩: ইরাকে সন্ত্রাসদমনে সমর্থন দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনা উপপ্রতিনিধি তাই পিং। গতকাল (বৃহস্পতিবার) নিরাপত্তা পরিষদে ইরাকবিষয়ক এক সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় তাই পিং বলেন, বর্তমানে ইরাকের নিরাপত্তা পরিস্থিতি জটিল, সন্ত্রাসীদের হামলায় দেশের বেসামরিক নাগরিকরা নিয়মিত হতাহত হচ্ছে। জাতিসংঘের সংশ্লিষ্ট তদন্তকারী দলের সংগৃহীত সংশ্লিষ্ট তথ্য যত দ্রুত সম্ভব ইরাকি সরকারের কাছে হস্তান্তর করতে হবে, যাতে দেশের আইন অনুসারে সন্ত্রাসীদের বিচার করা যায়।

তিনি বলেন, ইরাকের শান্তি ও স্থিতিশীলতার সাথে আঞ্চলিক পরিস্থিতির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চীন বহুবার জোর দিয়ে বলেছে যে, ইরাক ভৌগোলিক রাজনীতির কোনো ক্ষেত্র নয়। প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে ইরাকের আগ্রহকে সমর্থন দেয় বেইজিং। এভাবেই যৌথভাবে আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

তাই পিং আরও বলেন, গত কয়েক দশক ধরে ইরাক যুদ্ধের শিকার। দেশটির জনগণ দীর্ঘকাল ধরে দুঃখ-কষ্ট সহ্য করে আসছে। এ অবস্থায়, আন্তর্জাতিক সমাজের উচিত ইরাকের পুনর্গঠনে সহায়তা দেওয়া এবং স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন-প্রক্রিয়া ত্বরান্বিত করা। চীনও আন্তর্জাতিক সমাজের সাথে যৌথভাবে ইরাকের দীর্ঘস্থায়ী নিরাপত্তা ও আঞ্চলিক শান্তির জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে ইচ্ছুক। (সুবর্ণা/আলিম/রুবি)