চীন অলিম্পিক আন্দোলনের চেতনা বাস্তবায়নে কাজ করে যাবে: চীনা মুখপাত্র
2023-02-03 18:34:55

ফেব্রুয়ারি ৩: চীন বেইজিং শীতকালীন অলিম্পিকের অভিজ্ঞতার আলোকে, সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে বিনিময় ও সহযোগিতা জোরদার করবে এবং অলিম্পিক আন্দোলনের চেতনা বাস্তবায়নে আন্তর্জাতিক সমাজের সাথে যৌথভাবে কাজ করে যাবে। আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

তিনি বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিকের ভেন্যুগুলোর শতভাগ ছিল পরিবেশবান্ধব। সব ভেন্যুতে পরিষ্কার ও সবুজ বিদ্যুত সরবরাহ করা হয়েছে এবং প্রথমবারের মতো কার্বন নিঃসরণ কমানোর প্রযুক্তি হিসেবে, কার্বন-ডাই-অক্সাইড রেফ্রিজারেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে।

বেইজিং শীতকালীন অলিম্পিক সবুজ পদ্ধতিতে অলিম্পিক আয়োজনের প্রতিশ্রুতি পূরণ করেছে এবং এর মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে চীনের দৃঢ়তার প্রতিফলিত ঘটেছে। 

মুখপাত্র আরও বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিকের সকল ভেন্যু এখন জনসাধারণ ও ক্রীড়াবিদদের ব্যবহারের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত। এসব ভেন্যু জাতীয় ফিটনেস এবং প্রতিযোগিতামূলক ক্রীড়া উন্নয়নে অবদান রাখছে। (লিলি/আলিম/রুবি)