আধুনিক প্রযুক্তি ব্যবহারে টাটকা ফুল পাচ্ছেন ক্রেতা
2023-02-02 18:46:15

জানুয়ারি ২ , সিএমজি বাংলা ডেস্ক:  উত্তর-পশ্চিম চীনের কানসু প্রদেশের বাসিন্দা লি। যিনি এক হাজার কিলোমিটার দূরে পূর্ব চীনের শানতুং প্রদেশের হেচে শহর থেকে পেয়েছেন তাজা পিওনির কুঁড়ি।  ছেলের থেকে পাওয়া উপহার পেয়ে খুশি বাবা।

চীনের ফুল ক্রেতাদের কাছে এভাবেই টাটকা ও সতেজ ফুল পৌছে যাচ্ছে স্মার্ট সেন্সিং টেম্পারেচার কন্ট্রোল এবং কনভেয়ার বেল্ট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে।

সম্প্রতি শেষ হয়ে গেল চীনের সবচেয়ে বড় উৎসব চীনা চান্দ্র বর্ষ বা বসন্ত উতসব। আর এ বসন্ত উৎসবে চীনের হাজার হাজার কিলোমিটার জুড়ে নতুন  এই প্রযুক্তির মাধ্যমে ডেলিভারি করা হয়েছে পিওনি ফুল।

জানা যায়, চীনের এই নববর্ষ উৎসবের মৌসুমে এক দিনে পোস্টাল ডেলিভারির পরিমাণ ছিল ৪০০  মিলিয়নেরও বেশি। কেউ বা বন্ধু ,কেউ বা পরিবার-আত্মীয়ের বাড়িতে উপহার হিসেবে পাঠিয়েছেন এই ফুল।

পিওনি চাষী লিশা বলেন,  "পিওনির সতেজতা নির্ভর করে তাপমাত্রা উপর। তাপমাত্রা খুব কম হলে তারা পথে হিমশীতল হয়ে যেতে পারে। আবার যদি তাপমাত্রা খুব বেশি হয়, তাহলে কুঁড়ি ফেটে যেতে পারে," ।

দূর-দূরান্তের ভ্রমণের পর ফুলকে সতেজ রাখতে, পিওনিগুলিকে তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ ট্রাকে রাখতে হয়। রিয়েল-টাইম টেম্পারেচার সেন্সিং এবং কন্ডিশনার উপাদানে সজ্জিত হাজার হাজার ট্রাক চলে সারাদেশের হাইওয়েগুলোতে।

চীনের বিশাল এক্সপ্রেস নেটওয়ার্ক ৩০০ মিলিয়নেরও বেশি পার্সেল সরবরাহ করে, যার মধ্যে প্রায় ১০০  মিলিয়ন চলাচল করে গ্রাম থেকে। দেশের এই এক্সপ্রেস পরিষেবা ৯০ শতাংশের বেশি প্রশাসনিক গ্রামকে অন্তর্ভূক্ত করেছে।

মিম/শান্তা