চীনা প্রতিষ্ঠানগুলোকে দাবিয়ে রাখার চেষ্টা থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের তাগিদ
2023-02-02 19:00:14

ফেব্রুয়ারি ২: চীনা শিল্প-প্রতিষ্ঠানগুলোকে অবৈধ ও অযৌক্তিকভাবে দাবিয়ে রাখার অপচেষ্টা থেকে বিরত থাকতে আবারও যুক্তরাষ্ট্রকে তাগিদ দিল চীন। ‘বাধ্যতামূলক শ্রম’ আদায়ের অজুহাতে মার্কিন প্রশাসন কর্তৃক সিনচিয়াংয়ে উত্পাদিত অ্যালুমিনিয়াম পণ্য আটকের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে   চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বৃহস্পতিবার) এক প্রেস ব্রিফিংয়ে এ তাগিদ দেন।

মাও নিং বলেন, যুক্তরাষ্ট্র তথাকথিত ‘বাধ্যতামূলক শ্রম’র অজুহাতে স্বাভাবিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতা নিয়ে রাজনীতি করছে এবং অবৈধভাবে সংশ্লিষ্ট পণ্য আটক করেছে, যা আন্তর্জাতিক বাণিজ্যনীতির সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের আচরণ  আন্তর্জাতিক শিল্প-চেইন ও সরবরাহ-চেইনের জন্যও ক্ষতিকর। এতে যুক্তরাষ্ট্রের নিজের স্বার্থও ক্ষতিগ্রস্ত হবে। (রুবি/আলিম/শিশির)