তেহরানে আঞ্চলিক সমস্যা নিয়ে ইরান-রাশিয়া আলোচনা
2023-02-02 15:08:17

ফেব্রুয়ারি ২: গতকাল (বুধবার) তেহরানে, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ রাজনৈতিক উপদেষ্টা আলী-আসগর খাজি এবং রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ প্রতিনিধি মিখাইল বোগদানভের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিরিয়া পরিস্থিতি ও ইয়েমেনে সংঘর্ষসহ বিভিন্ন আঞ্চলিক সমস্যা নিয়ে তাঁরা আলোচনা করেন। 

বৈঠকে তাঁরা সংলাপের মাধ্যমে সিরিয়া সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন এবং সিরিয়া-তুরস্ক-ইরান-রাশিয়া বৈঠক কাঠামোয় সিরিয়া-তুরস্ক আলোচনার প্রতি সমর্থন ব্যক্ত করেন।

এ ছাড়া, দু’পক্ষ ইয়েমেনের মানবিক সংকট সমাধান ও সেখানে যুদ্ধবিরতি কার্যকরের ওপর জোর দেন। (প্রেমা/আলিম/ছাই)