অলিম্পিকের একবছর পরেও চীনে শীতকালীন ক্রীড়ার রমরমা
2023-02-02 18:41:53

ফেব্রুয়ারি ২, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিং শীতকালীন অলিম্পিকের পর এক বছর পার হলেও শীতকালীন ক্রীড়ার প্রতি আগ্রহ কমেনি মানুষের। বিশেষ করে বসন্ত উৎসবের ছুটিতে বেইজিংয়ের শীতকালীন ক্রীড়ার স্থানগুলোতে প্রচুর মানুষের অংশগ্রহণ দেখা গেছে।

সাতদিনের ছুটিতে বেইজিংয়ে শীতকালীন ক্রীড়ার স্থানগুলোতে ১.৩৪১ মিলিয়ন মানুষ গিয়েছেন। এরমধ্যে ইয়ানছিং অলিম্পিক জোন হলো সবচেয়ে বড় আকর্ষণ। চীনের রাজধানীর ব্যুরো অব কালচার অ্যান্ড টুরিজম এই তথ্য জানিয়েছে। গত বছর এই সময়ের তুলনায় দর্শকের সংখ্যা ৫৪.৪ শতাংশ এবং ২০১৯ সালের তুলনায় ২২ শতাংশ বেড়েছে বলেও ব্যুরো জানিয়েছে।

করোনা মহামারীজনিত বিধিনিষেধ শিথিল হওয়ায় চীনের বিভিন্ন স্থানের স্কিরোসর্ট এর্ শীতকালীন খেলার স্থানগুলোতেও প্রচুর মানুষ অংশ নিচ্ছেন। হেইলুংচিয়াং প্রদেশেরহারবিন স্নো ওয়ার্ল্ড প্রতিদিন ৩০ হাজার দর্শককে স্বাগত জানাচ্ছে।

চিলিন, কুয়াংসি চুয়াংসহ বিভিন্ন প্রদেশ ও অঞ্চলের শীতকালীন পর্যটনস্পটে স্কি, স্নো স্লেজিং, আইসহকি, স্নো বোর্ডিংসহ বিভিন্ন তুষার-বরফ ক্রীড়ার জমজমাট আসর দেখা গেছে।

শান্তা/সাজিদ