চলতি বছরের সম্ভাব্য অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বেইজিং আশাবাদী: চীনা মুখপাত্র
2023-02-02 14:25:24

ফেব্রুয়ারি ২: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, চলতি বছর দেশের সম্ভাব্য অর্থনৈতিক উন্নয়ন নিয়ে তাঁর দেশ আশাবাদী।

তিনি বলেন, বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশগ্রহণকারীদের অনেকেই এই মর্মে মন্তব্য করেছেন যে, চীনের মহামারী প্রতিরোধনীতিতে আনা সাম্প্রতিক পরিবর্তন বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা কমাবে এবং চীনের অব্যাহত উন্মুক্তকরণ বিশ্ব অর্থনীতির উন্নয়নে আবারও সহায়ক প্রমাণিত হবে।

এদিকে, জাতিসংঘের পূর্বাভাস অনুসারে, ২০২৩ সালে বিশ্ব অর্থনীতিতে যেখানে প্রবৃদ্ধি অর্জিত হবে ১.৯ শতাংশ, সেখানে চীনের প্রবৃদ্ধি হবে ৪.৮ শতাংশ। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল ২০২৩ সালে চীনের প্রবৃদ্ধি ৫.২ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে।

  (তুহিনা/আলিম/শিশির)