চীনের আরও ১৮টি জলাভূমি আন্তর্জাতিক তালিকায় অন্তর্ভুক্ত
2023-02-02 15:35:03

ফেব্রুয়ারি ২: আজ (বৃহস্পতিবার) পালিত হচ্ছে ২৭তম বিশ্ব জলাভূমি দিবস। এ দিবসকে সামনে রেখে, বেইজিং ইয়ান ছিং এলাকার ইয়ে ইয়া হু-সহ আরও ১৮টি চীনা জলাভূমিকে বিশ্বের গুরুত্বপূর্ণ জলাভূমির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

এ পর্যন্ত চীনের মোট ৮২টি জলাভূমি এ তালিকায় স্থান পেয়েছে, যেগুলোর মোট আয়তন ৭৬ লাখ ৪৭ হাজার হেক্টর। আয়তনের দিক দিয়ে এক্ষেত্রে চীনের অবস্থান বিশ্বে চতুর্থ।

চলতি বছরের বিশ্ব জলাভূমি দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে: জলাভূমি পুনরুদ্ধার। চীনের চে চিয়াং প্রদেশের রাজধানী হাংচৌতে এ দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয় এবং প্রকাশিত হয় চীনের গুরুত্বপূর্ণ জলাভূমি পর্যবেক্ষণ-প্রতিবেদন। প্রতিবেদন অনুযায়ী, চীনে জলাভূমির আয়তন ২০২১ সালের তুলনায় বেড়েছে এবং জলাভূমির পানির মানও আগের চেয়ে উন্নত হয়েছে।

এদিকে, জলাভূমি কনভেনশনের মহাসচিব মুসোন্ডা মুম্বা এক ভিডিও-ভাষণে কনভেনশনের ১৪তম সম্মেলনের আয়োজকদেশ হিসেবে চীনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি আশা করেন, ভবিষ্যতে চীন বিশ্ব জলাভূমি সংরক্ষণে আরও বেশি ইতিবাচক অবদান রাখবে।

উল্লেখ্য, ১৯৯২ সালে চীন জলাভূমি কনভেনশনে স্বাক্ষর করে এবং ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা বাস্তবায়নকালে চীনের কেন্দ্রীয় সরকার ২০০০টির বেশি জলাভূমি সংরক্ষণ ও পুনরুদ্ধারে ৯৮৭ কোটি ইউয়ান বিনিয়োগ করে। এ পর্যন্ত চীনে ৪ লাখ ৬৭ হাজার ৪০০ হেক্টর জলাভূমি পুনরুদ্ধার করা হয়েছে এবং দেশে জলাভূমির আয়তন ২ লাখ ২৬০০ হেক্টর বৃদ্ধি পেয়েছে। (শিশির/আলিম/রুবি)