হাঙ্গেরির স্কুল-শিক্ষার্থীদের চিঠির জবাব দিলেন চীনা প্রেসিডেন্টে
2023-01-31 15:11:01

জানুয়ারি ৩১: সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং হাঙ্গেরির একটি স্কুলের শিক্ষার্থীদের চিঠির জবাব দেন। স্কুলটিতে হাঙ্গেরিয়ান ও চীনা ভাষায় শিক্ষাদান করা হয়।

চিঠিতে সি চিন পিং বলেন, “আমি ও আমার স্ত্রী তোমাদের চিঠি পেয়ে খুব খুশি হলাম। আমার মনে আছে, ২০০৯ সালে এ স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে আমার কথা হয়েছিল। তোমরা অনেক দিন ধরে চীনা ভাষা শিখে আসছো। চীন-হাঙ্গেরি বন্ধুত্ব জোরদারে অবদান রাখতে তোমাদের আগ্রহ প্রশংসার যোগ্য।”

চিঠিতে তিনি আরও লেখেন, “চীন ও হাঙ্গেরির আছে প্রাচীন ও বৈশিষ্ট্যসম্পন্ন সংস্কৃতি এবং দু’দেশের মানুষের মধ্যে মৈত্রীও অনেক পুরনো। তোমরা হাইস্কুলের শিক্ষা শেষ করার পর চীনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে আসতে পারো, আমরা তোমাদের স্বাগত জানাবো। আশা করি, আরও বেশি হাঙ্গেরিয়ান তরুণ-তরুণী চীনা ভাষা ভালোবাসবে, শিখবে এবং চীন ভ্রমণে আসবে।”

উল্লেখ্য, দ্বিভাষিক এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে এবং এটি মধ্য ও পূর্ব ইউরোপে একমাত্র হাঙ্গেরিয়ান-চীনা দ্বিভাষিক পাবলিক স্কুল। চলতি বছরের বসন্ত উত্সবের সময় স্কুলের ছাত্রছাত্রীরা চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও তাঁর স্ত্রী পেং লি ইউয়ানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠায়। (শিশির/আলিম/রুবি)