জানুয়ারি ৩০, সিএমজি বাংলা ডেস্ক: চীনে বসন্ত উৎসবের ছুটিতে সাংস্কৃতিক ও পর্যটন বাজার তুঙ্গে উঠেছে। বসন্ত উৎসবের ছুটি মাত্র শেষ হয়েছে। দেখা গেছে এই ছুটিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে, চলচ্চিত্র প্রেক্ষাগৃহে প্রচুর সংখ্যক দর্শক অংশ নিয়েছেন।
চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে এই ছুটিতে ৩০৮ মিলিয়ন অভ্যন্তরীণ ভ্রমণ সম্পন্ন হয়েছে যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ২৩.১ শতাংশ বেশি।
সরকারি তথ্য অনুসারে, ৪৭০ মিলিয়নের বেশি দর্শক এক লাখ দশ হাজারের বেশি পাবলিক কালচারাল ইভেন্টে অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছে দেশজুড়ে অনুষ্ঠিত লণ্ঠন প্রদর্শনী, ঐতিহ্যবাহী লোকজ অপেরা এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
চলতি বছর, বসন্ত উৎসবের ছুটিতে চীনের বক্স অফিসের রাজস্ব আয় হয়েছে ৬.৭৬ বিলিয়ন ইউয়ান । চীনের চলচ্চিত্র প্রশাসন শনিবার এই তথ্য জানায়।
কোভিড মহামারির পর এই প্রথম বসন্ত উৎসবে চীনের জনজীবনে আগেকার ব্যস্ততা ফিরে এসেছে।
শান্তা/সাজিদ