রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ থেকে চীন লাভবান হবার চেষ্টা করবে না: চীনা মুখপাত্র
2023-01-30 19:06:41

জানুয়ারি ৩০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (সোমবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, রাশিয়া-ইউক্রেন সংঘর্ষকে আরও উস্কে দেওয়ার বা এ থেকে লাভবান হবার কোনো চেষ্টা করবে না বেইজিং। চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাশিয়াকে সহায়তা দেওয়ার মার্কিন অভিযোগ সম্পর্কে তিনি এমন মন্তব্য করেন।

মাও নিং বলেন, ইউক্রেনের বিষয়ে চীনের অবস্থান বরাবরই স্পষ্ট। চীন এক্ষেত্রে ন্যায্যতা ও শান্তির পক্ষে। এ সংঘাত বন্ধে চীন গঠনমূলক ভূমিকা পালন করে যাবে।

মাও নিং আরও বলেন, যুক্তরাষ্ট্র নিজেই ইউক্রেন সংকটকে দিন দিন আরও উস্কে দিচ্ছে। দেশটি ইউক্রেনকে একের পর এক ভারী ও মারাত্মক অস্ত্র সরবরাহ করে সংঘর্ষের তীব্রতা ও স্থায়ীত্ব বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের উচিত নিজের তত্পরতার দিকে নজর দেওয়া এবং চীনের বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ বন্ধ করা। (রুবি/আলিম/শিশির)