চীনে নতুন জ্বালানিচালিত গাড়ির উৎপাদন ও বিক্রি টানা ৮ বছর বিশ্বে প্রথম
2023-01-24 16:59:37

জানুয়ারি ২৪: চীনের গাড়ি শিল্প সমিতির সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়, ২০২২ সালে চীনের নতুন জ্বালানিচালিত গাড়ির পরিমাণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে, এর উৎপাদন ও বিক্রির পরিমাণ পৃথক পৃথকভাবে ৭০ লাখ ৫৮ হাজার এবং ৬৮ লাখ ৮৭ হাজার। যা ২০২১ সালের একই সময়ের তুলনায় যথাক্রমে ৯৬.৯ ও ৯৩.৪ শতাংশ বেশি। টানা ৮ বছর ধরে বিশ্বে প্রথম স্থানে রয়েছে।

গত বছর চীনে নতুন জ্বালানিচালিত গাড়ি বিক্রির পরিমাণ ৬৮ লাখ ৮৭ হাজার। চাহিদার পরিমাণ ২৫.৬ শতাংশ বেড়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১২.১ শতাংশ বেশি।

ব্র্যাণ্ডের প্রতিদ্বন্দ্বিতা ব্যাপকভাবে উন্নত হয়েছে। ২০২২ সালে স্বতন্ত্র ব্রাণ্ডের নতুন জ্বালানিচালিত গাড়ির অভ্যন্তরীণ বাজারে বিক্রির পরিমাণ ৭৯.৯ শতাংশ ছিল। যা ২০২১ সালের তুলনায় ৫.৪ শতাংশ বেশি। এর রপ্তানির পরিমাণ ৬ লাখ ৭৯ হাজার; যা ১.২ গুণ বেড়েছে। বিশ্বে নতুন জ্বালানিচালিত গাড়ির বিক্রির র‍্যাঙ্কিং থেকে প্রথম দশটি কোম্পানির মধ্যে চীনের কোম্পানি ৩টি।

২০২২ সালের শেষ দিকে গোটা চীনে ৫২ লাখ ১০ হাজার চার্জিং পাইল এবং ১৯৭৩টি পাওয়ার স্টেশন তৈরি হয়েছে। এর মধ্যে ২০২২ সালে নতুন করে সাজানো চার্জিং পাইলের সংখ্যা ২৫ লাখ ৯৩ হাজার; পাওয়ার স্টেশনের সংখ্যা ৬৭৫টি। পাশাপাশি, চার্জিং অবকাঠামো নির্মাণকাজও বেশ দ্রুত হয়েছে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)