চীনে কাজ শুরু করলো এশিয়ার বৃহত্তম অফশোর অয়েল প্ল্যাটফর্ম
2022-12-08 19:17:55

ডিসেম্বর ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনে চালু হলো এশিয়ার বৃহত্তম অফশোর তেল উৎপাদন প্লাটফর্ম। দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশের পার্ল নদীর মোহনায় পার্ল রিভার মাউথ বেসিনে এনপিং ফিফটিন-ওয়ান তেল উৎপাদন পালাটফর্ম  চালু হয়।

 চায়না ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশন (সিএনওওসি) বুধবার  এই ঘোষণা দেয়। প্ল্যাটফর্মটি, প্রায় ১৬০মিটার লম্বা এবং ৩০ হাজার  টনেরও বেশি ওজনের। এটি এশিয়ার সবচেয়ে সরঞ্জাম এবং সবচেয়ে সম্পূর্ণ কার্যকারিতাসহ বৃহত্তম অফশোর তেল প্ল্যাটফর্ম।

সিএনওওসি শেনজেন শাখার উপ-মহাব্যবস্থাপক তং চাংহোং  বলেছেন যে শ্রমিকরা  ঝড়ো আবহাওয়ার সময় প্ল্যাটফর্মে রিমোট কন্ট্রোলের মাধ্যমে তেলক্ষেত্রের মসৃণ ও নিরাপদ অপারেশনের গ্যারান্টি দিতে পারবে।

এটি দেশের প্রথম অফশোর কার্বন ক্যাপচার, ইউটিলাইজেশন এবং স্টোরেজ (সিসিইউএস) প্রকল্প ।

এটি কার্বন ডাই অক্সাইডের শূন্য নির্গমন অর্জনে সহায়তা করবে এবং চীনে অফশোর কার্বন ডাই অক্সাইড স্টোরেজ প্রযুক্তির ফাঁক পূরণ করবে।

শান্তা / সাজিদ