শেনচৌ ১৪ মহাকাশ স্টেশন থেকে পৃথক হয়েছে, রাতে পৃথিবীতে ফিরছেন ৩ চীনা থাইকোনট
2022-12-04 18:24:17

ডিসেম্বর ৪, সিএমজি বাংলা ডেস্ক: মহাকাশ স্টেশনে ১৮৩ দিন অবস্থানের পর আজ রোববার রাতে পৃথিবীতে ফিরে আসছেন চীনের তিন মহাকাশচারী চেন তং, লিউ ইয়াং এবং চাই সুচ্য।

 

 

চায়না ম্যানড স্পেস এজেন্সি জানিয়েছ, শেনচৌ-১৪ মানববাহী মহাকাশযানটি রোববার বেইজিং সময় সকাল ১১:০১-এ স্পেস স্টেশন থেকে পৃথক হয়েছে। মহাকাশযানটি উপযুক্ত সময়ে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করবে।

 

উত্তর-পশ্চিম চীনের চিউছুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টারের তথ্য মতে শেনচৌ ১৪’র ক্রুরা রোববার রাতে ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের তংফেং ল্যান্ডিং সাইটে অবতরণ করবেন। গ্রাউন্ডকর্মীরা এ সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন।

 

গত ৫ জুন শেনচৌ ১৪’র তিন নভোচারী চিউছুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রা করে থিয়ানকং মহাকাশ কেন্দ্রে পৌঁছান। তারা ছিলেন মহাকাশ কেন্দ্রে চীনের তৃতীয় থাইকোনট দল। মহাকাশ কেন্দ্রে অবস্থানকালে তারা ওয়েনথিয়ান ও মেংথিয়ান স্পেস ল্যাবমডিউল সংযুক্তি তদারকি করেন। এ সময়ে তারা তিনটি স্পেসওয়াক এবং চীনা শির্ক্ষার্থীদের উদ্দেশে বিজ্ঞান বিষয়ে বক্তৃতা করেন।

৩০ নভেম্বর শেনচৌ ১৫'র তিন থাইকোনট মহাকাশ স্টেশনে প্রবেশ করেন। আগামী ৬ মাস তারা মহাকাশ কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।

 

হাশিম/ঐশী

তথ্য ও ছবি: সিনহুয়া/চায়না ডেইলি/ সিজিটিএন।