নতুন যুগে চীন-আরব সহযোগিতার প্রতিবেদন প্রকাশ করেছে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়
2022-12-04 18:17:17

ডিসেম্বর ৪, সিএমজি বাংলা ডেস্ক: নতুন যুগে চীন-আরব সহযোগিতার উপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়, যা চীন ও আরব রাষ্ট্রের অভিন্ন ভবিষ্যত নিয়ে একটি সম্প্রদায় গড়ে তোলার সম্ভাবনা এবং অগ্রগতির পথ তুলে ধরেছে।

প্রতিবেদনে বলা হয়েছে যে, চীন এবং আরব রাষ্ট্রগুলির মধ্যে সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। তাদের বিনিময়ের দীর্ঘ ইতিহাস বিভিন্ন জাতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য উদাহরণ সৃষ্টি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে যে, নতুন চীন প্রতিষ্ঠার পর থেকে বিগত ৭০ বছরেরও বেশি সময় ধরে চীন ও আরব রাষ্ট্র একে অপরকে সম্মান করেছে, একে অপরের সঙ্গে সমআচরণ করেছে, পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সহযোগিতা করেছে এবং একে অপরের কাছ থেকে শিখেছে। এ সম্পর্ক সময় এবং গভীরতা উভয় ক্ষেত্রেই ঐতিহাসিক অগ্রগতি অর্জন করেছে।

বর্তমানে, চীন এবং আরব রাষ্ট্রগুলো একই রকম সুযোগ এবং চ্যালেঞ্জের মুখোমুখি কারণ বিশ্ব শতবর্ষে দেখা যায়নি এমন এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীন শান্তিপূর্ণ উন্নয়ন, উন্নয়নশীল দেশগুলোর সাথে আরও সহযোগিতা এবং মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যত নিয়ে একটি সম্প্রদায় গড়ে তোলার জন্য আরব রাষ্ট্রগুলোকে কৌশলগত অংশীদার হিসাবে দেখে।

চীন ও আরব রাষ্ট্রের মধ্যে আসন্ন শীর্ষ সম্মেলনকে ঐতিহ্যগত বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার, সকল ক্ষেত্রে সহযোগিতাকে গভীরতর করার, নিজ নিজ সভ্যতার মধ্যে আদান-প্রদান বাড়ানোর এবং নতুন যুগে একটি অভিন্ন ভবিষ্যত নিয়ে চীন-আরব রাষ্ট্র সম্প্রদায় গড়ে তোলার সুযোগ হিসেবে গ্রহণ করবে বেইজিং।

হাশিম/ঐশী

তথ্য: সিনহুয়া।