চীনা সংবিধান সম্পর্কে জনগণের জ্ঞান বাড়াতে সপ্তাহব্যাপী প্রচারণা শুরু
2022-12-04 18:21:59

ডিসেম্বর ৪, সিএমজি বাংলা ডেস্ক: ৪ ডিসেম্বর চীনের নবম জাতীয় সংবিধান দিবস। এ উপলক্ষে দেশটির সংবিধানের ব্যাপারে জনগণের জানার পরিধি বাড়াতে সপ্তাহব্যাপী শুরু হয়েছে প্রচারণা কার্যক্রম।

সরকারের সংশ্লিষ্ট দপ্তর জানায়,  এই প্রচারাভিযানটি শুধুমাত্র সংবিধানের ব্যাপক বাস্তবায়নের প্রচারে নয়, বরং অক্টোবরে অনুষ্ঠিত চীনের কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেসের চেতনা অধ্যয়ন, প্রচার এবং বাস্তবায়নের দিকেও আকৃষ্ট করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এই কর্মসূচির অংশ হিসেবে, তৃণমূল পর্যায়ের আইনী পরামর্শকরা প্রতিটি গ্রামে গ্রামে সংবিধান প্রচারের কাজ করবেন।

এ ছাড়া অনলাইন সংবিধান-সম্পর্কিত জ্ঞান প্রতিযোগিতা এবং সারাদেশের রেলওয়ে স্টেশনগুলোতে সংবিধানের প্রচারভিত্তিক ভিডিও সম্প্রচারসহ সপ্তাহ জুড়ে একাধিক কার্যক্রম সংগঠিত হওয়ার কথা রয়েছে।

২০১৮ সালে প্রথম সংবিধান সপ্তাহের প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। চীনের বর্তমান সংবিধান ১৯৮২ সালে গৃহীত হয়।

ঐশী/হাশিম

তথ্য ও ছবি : সিজিটিএন।