চীন-লাওস রেলপথ চালুর প্রথম বার্ষিকী কাল
2022-12-02 19:52:07

ডিসেম্বর ২: গত বছরের ৩ ডিসেম্বর চীন ও লাওসের প্রেসিডেন্টের যৌথ উপস্থিতিতে ৫ বছর ধরে নির্মাণাধীন চীন-লাওস রেলপথ চালু হয়। গত এক বছরে এ রেলপথে ৮০ লাখ যাত্রী চলাচল করেছে। মালামাল পরিবহনের পরিমাণ ১০০ লাখ টন ছাড়িয়েছে, যা দু’দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দু’দেশের জনগণকে উপকৃত করেছে।

 

২০২১ সালের ৩ ডিসেম্বর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও লাওসের প্রেসিডেন্ট থংলৌন সিসৌলিথ ভিডিও লিংকের মাধ্যমে চীন-লাওস রেলপথ চালুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

চীনের ইয়ুন নান প্রদেশের খুন মিং থেকে লাওসের রাজধানী ভিয়েনতিয়েনগামী একটি বিদ্যুৎ-চালিত রেলপথ এটি। এর দৈর্ঘ্য ১০৩৫ কিলোমিটার। এটি চীনের মানদণ্ড অনুসারে চীন ও লাওসের যৌথ সহযোগিতায় নির্মিত হয়েছে। এটি চালুর পর খুন মিং থেকে ভিয়েনতিয়েন যেতে মাত্র ১০ ঘণ্টা সময় লাগে।

 

 যৌথভাবে চীন-লাওস রেলপথ নির্মাণ করা হলো দু’দেশের শীর্ষনেতাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রেসিডেন্ট সি চিন পিং এ রেলপথের মূল্যায়ন করে বলেন, এটি দু’দেশের পারস্পরিক সহযোগিতা ও কল্যাণের দৃষ্টান্তমূলক প্রকল্প। তাতে দু’দেশের সমাজতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্যময় সুবিধা প্রতিফলিত হয়েছে।

 

এ রেলপথ চালুর প্রথম দিনে লাওসের প্রধানমন্ত্রী ফানখাম ভিফাভান ভিয়েনতিয়েন স্টেশনে সর্বপ্রথম ব্যক্তি হিসেবে ট্রেনে উঠেন। তিনি বলেন, এ রেলপথ লাওস ও চীনের পার্টি, দেশ এবং জনগণের যৌথ প্রচেষ্টার সাফল্য। এটি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং’র ‘এক অঞ্চল, এক পথ’ প্রস্তাব বাস্তবায়িত করেছে, যা লাওসকে স্থলবেষ্টিত দেশ থেকে স্থল-সংযুক্ত দেশে পরিণত করেছে। এটি লাওসের সামাজিক উন্নয়ন বেগবান করার পাশাপাশি আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে চীনের এবং এতদঞ্চলের দেশসমূহের সঙ্গে লাওসের সেতুতে পরিণত হয়েছে।

 

চীন-লাওস রেলপথ চালু হওয়ার  পর দু’দেশ রেলপথ বরাবর অঞ্চলের উন্নয়নে বহু মাত্রিক সহযোগিতা চালিয়েছে। দু’দেশ আরও উচ্চ মানের আর্থ-বাণিজ্য, বিনিয়োগ এবং উৎপাদনের সক্ষমতাসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করেছে। তাতে রেলপথ বরাবর অঞ্চলের সার্বিক সমৃদ্ধি অর্জিত হয়েছে।

 

(রুবি/এনাম/শিশির)