চীনের নতুন উন্নয়ন ধারণা ব্যাখ্যা করলেন ইয়ু মিয়াও চিয়ে
2022-12-02 20:04:38

নানা উদ্ভাবন

ডিসেম্বর ২: সম্প্রতি চীনের লিয়াও নিং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইয়ু মিয়াও চিয়ে চায়না  মিডিয়া গ্রুপকে (সিএমজি) দেওয়া এক সাক্ষাৎকারে নতুন উন্নয়ন ধারণা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।

 

তিনি বলেছেন, উদ্ভাবন, সমন্বয়, সবুজায়ন, উন্মুক্তকরণ ও অভিন্ন অর্জন হচ্ছে চীনের নতুন উন্নয়ন ধারণার মূল শব্দমালা। এসব শব্দ চীনের অর্থনীতির উন্নয়নের দিক-নির্দেশনা দিয়েছে।

 

সবুজ উন্নয়ন

তিনি আরও বলেন, বর্তমানে সাময়িক ও কাঠামোগত সমস্যা সমাধানের লক্ষ্যে এ ধারণা উত্থাপিত হয়েছে। এর চূড়ান্ত লক্ষ্য হচ্ছে জনগণের সুন্দর জীবনের চাহিদা ও চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভারসাম্যহীনতা ও অসম্পূর্ণ উন্নয়নের মধ্যে দ্বন্দ্ব দূর করা।

 

(রুবি/এনাম/লাবণ্য)