তিব্বতের শেনজা জেলায় "বায়ু-সৌর-স্টোরেজ মাইক্রো-গ্রিড" সুচারুভাবে চলে
2022-12-02 18:45:58

ডিসেম্বর ২: চীনের জাতীয় এনার্জি গ্রুপের তিব্বত ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, ২০২১ সালের সেপ্টেম্বরে তিব্বতে, লিয়াওনিং প্রাদেশিক সহায়তাকেন্দ্রের সাহায্যে, লিয়াওনিং প্রাদেশিক ফেডারেশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স বিকেন্দ্রীভূত বায়ুশক্তি প্রদর্শন প্রকল্পের প্রথম পর্যায়ের জন্য ৭০ লাখ ইউয়ান দান করে। ২০২২ সালের সেপ্টেম্বরে, প্রকল্পের দ্বিতীয় পর্যাযয়ে, "বায়ু-সৌর-স্টোরেজ মাইক্রো-গ্রিড" সিস্টেমটি চালু করা হয় এবং বর্তমানে ৬৪টি পশুপালক-পরিবারের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ হচ্ছে এখান থেকে।

জাতীয় এনার্জি গ্রুপের তিব্বত ইলেকট্রিক পাওয়ার কোম্পানির দায়িত্বে থাকা ব্যক্তি জাং শি প্রবর্তন এই প্রকল্পতে মালভূমির জন্য তৈরি উইন্ড টারবাইন এবং "স্মার্ট মাইক্রো-গ্রিড" সিস্টেম ব্যবহার করেন। এগুলি ছোট আকারের, শক্তিশালী বায়ু প্রতিরোধক, এবং রক্ষণাবেক্ষণের ঝামেলা থেকে মুক্ত।এ প্রকল্প আঞ্চলিক বিদ্যুৎ সমস্যার সমাধান করেছে।

এখন স্থানীয় পশুপালকরা মনের সুখে  ফ্রিজ, ওয়াশিং মেশিন, বৈদ্যুতিক হিটার, টিভি এবং অন্যান্য গৃহস্থালী যন্ত্রপাতি ব্যবহার করতে পারেন। তাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। প্রকল্পটি শুধু স্থানীয় পশুপালকদের বিদ্যুৎ সমস্যা সমাধান করেনি, বরং স্থানীয় বৃহৎ পাওয়ার গ্রিডের ব্যয়ও কমিয়েছে। (ইয়াং/আলিম/ছাই)