শিল্পায়নের কাজে গতি বাড়াবে আফ্রিকার দেশগুলো
2022-12-02 10:57:42

ডিসেম্বর ২: গতকাল (বৃহস্পতিবার) আফ্রিকান ইউনিয়ন এক বিবৃতিতে জানায়, আফ্রিকার শিল্পায়ন ও অর্থনীতির বহুমুখী নির্মাণকাজ ত্বরান্বিত করতে রাজি হয়েছেন আফ্রিকান দেশগুলোর নেতৃবৃন্দ। স্বাস্থ্য ও ওষুধ, গাড়ি, খনিজ সম্পদ আর খাদ্যদ্রব্যসহ বিভিন্ন খাতে বিদেশের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনাই তাদের এই মতৈক্যের লক্ষ্য।

বিবৃতিতে বলা হয়, নাইজার, চাদ, রুয়ান্ডাসহ অনেক আফ্রিকান দেশের নেতৃবৃন্দ আফ্রিকান ইউনিয়নের ‘শিল্পায়ন ও অর্থনীতির বহুমুখীকরণ’ শীর্ষসম্মেলনে এ সিদ্ধান্ত নিয়েছেন। 

বিবৃতিতে আরও বলা হয়, আর্থিক সংস্থা ও সহযোগিতামূলক অংশীদারদের সমর্থনে, আফ্রিকার অবকাঠামো ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানো হবে। এতে উত্পাদন-ব্যয় হ্রাস পাবে এবং আফ্রিকার দেশগুলোর প্রতিদ্বন্দ্বিতার সামর্থ্য বাড়বে। (সুবর্ণা/আলিম/রুবি)