মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে চীনে স্বাগত জানানো হবে: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
2022-12-02 11:30:42

ডিসেম্বর ২: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন সম্প্রতি চীন সফরে আগ্রহ প্রকাশ করেছেন। চীনে তাকে স্বাগত জানানো হবে।

চাও লি চিয়ান বলেন, সম্প্রতি ইন্দোনেশিয়ার বালি দ্বীপে চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদ্বয় দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিশ্বের শান্তিপূর্ণ উন্নয়ন নিয়ে গভীরভাবে মতবিনিময় করেছেন এবং পারস্পরিক যোগাযোগ ও বাস্তব সহযোগিতা জোরদারে একমত হয়েছেন। দু’দেশের উচিত নেতাদের মতৈক্য বাস্তবায়ন করা, যোগাযোগ বজায় রাখা, মতভেদ ও সংঘর্ষ নিয়ন্ত্রণ করা, সহযোগিতা সম্প্রসারণ করা, এবং যৌথভাবে  অস্থির এই বিশ্বের স্থিতিশীলতা নিশ্চিত করা।

মুখপাত্র আরও বলেন, চীন পারস্পরিক সম্মান, কল্যামূলক সহযোগিতা, ও শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পক্ষে। যুক্তরাষ্ট্র চীনের মতো একই নীতি অনুসরণ করবে ও দু’দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক কাজ করে যাবে বলে বেইজিং আশা করে।

উল্লেখ্য, সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে অ্যান্টোনি ব্লিঙ্কেন বলেন, বালি দ্বীপে চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের ফলপ্রসূ বৈঠকের প্রেক্ষাপটে, তিনি চীন সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করতে, মতবিরোধ কমাতে, ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সহযোগিতার সুযোগ সৃষ্টি করতে চান। 

(তুহিনা/আলিম/রুবি)