যৌথ গোয়েন্দা বিশ্লেষণ সংস্থা প্রতিষ্ঠা করেছে জাপান ও যুক্তরাষ্ট্র
2022-12-01 11:10:00

ডিসেম্বর ১: জাপান ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ‘জাপান-মার্কিন যৌথ গোয়েন্দা বিশ্লেষণ সংস্থা (বিআইসিএ)’ প্রতিষ্ঠা করেছে। কিয়োডো বার্তাসংস্থা জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায়।

মঙ্গলবার ইয়োকোতা বিমানঘাঁটিতে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে দু’পক্ষ যৌথ অপারেশন্যাল দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে এবং গোয়েন্দা ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করা ও নিবৃত্তিমূলক শক্তির মোকাবিলায় দক্ষতা বৃদ্ধির ব্যাপারে একমত হয়।

উল্লেখ্য, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত জাপান-মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকে এ সংস্থা প্রতিষ্ঠার ব্যাপারে ঐকমত্য হয়। (প্রেমা/আলিম/রুবি)