সি চিন পিংয়ের সঙ্গে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের বৈঠক
2022-11-28 20:33:31

নভেম্বর ২৮: আজ (সোমবার) চীন সফররত মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনাগিন খুরেলসুহের সঙ্গে বেইজিং গণমহাভবনে এক বৈঠকে মিলিত হয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

 

বৈঠকে উখনাগিন খুরেলসুহের সফরকে স্বাগত জানিয়ে চীনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা দু’মাস পর আবার দেখা করলাম। তা চীন-মঙ্গোলিয়া সম্পর্কের উচ্চতার প্রতিফলন। দু’দেশ পরস্পরের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। দু’দেশের রয়েছে দীর্ঘকালীন স্থিতিশীল সুপ্রতিবেশীসূলভ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ইতিহাস, যা দু’দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ।’

 

তিনি বলেন,  দু’দেশ হাতে হাত রেখে ঐতিহ্যবাহী মৈত্রী সম্প্রসারণ করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে আদান-প্রদান ও সহযোগিতা গভীরতর করেছে, যা সারা বিশ্বে আদান-প্রদানের দৃষ্টান্তে পরিণত হয়েছে।

 

সি চিন পিং বলেন, মঙ্গোলিয়ার সঙ্গে অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠনের চেতনায় দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে সামনে এগিয়ে নিতে এবং দু’দেশের জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করতে ইচ্ছুক চীন।

 

বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেস এবং চীনের বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়নের ৫টি লক্ষণ তুলে ধরেন। তিনি বলেন, সিপিসি’র নেতৃত্বে নিখিল চীনের বিভিন্ন জাতির জনগণ চীনের বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়নের মধ্য দিয়ে চীনা জাতির পুনরুত্থান বেগবান করবে। তাতে নিজ দেশের সমৃদ্ধি ও উন্নয়ন সাধনের পাশাপাশি প্রতিবেশী দেশ এমনকি বিশ্বেরও কল্যাণ হবে।

 

সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের সফল আয়োজনের জন্য এবং আবারও সিপিসির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সি চিন পিংকে অভিনন্দন জানান মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট।

 

তিনি বলেন, সিপিসি’র নেতৃত্বে চীন প্রথম শত বছরের লক্ষ্য বাস্তবায়ন করেছে। তাতে মঙ্গোলিয়া খুব আনন্দিত। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং’র নেতৃত্বে চীন সময়মতো সার্বিক সমাজতান্ত্রিক আধুনিক দেশে পরিণত হবে।

 

তিনি আরও বলেন, চীনের সঙ্গে রাজনৈতিক আদান-প্রদান জোরদার, পরস্পরকে সমর্থন এবং পরস্পরের বেছে নেওয়া উন্নয়নের পথকে সম্মান করবে মঙ্গোলিয়া।

 

(রুবি/এনাম/শিশির)