যুক্তরাষ্ট্রকে অর্থ, বাণিজ্য ও প্রযুক্তির বিষয়কে রাজনৈতিক হাতিয়ার বানানো বন্ধের তাগিদ চীনের
2022-11-28 17:57:22

নভেম্বর ২৮: যুক্তরাষ্ট্রকে অর্থ, বাণিজ্য ও প্রযুক্তির বিষয়কে রাজনৈতিক হাতিয়ার বানানো বন্ধের তাগিদ দিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (সোমবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান।

 

জানা গেছে, সম্প্রতি মার্কিন ফেডারেল টেলিযোগাযোগ কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে টেলি সরঞ্জাম ও ভিডিও তত্ত্বাবধান সরঞ্জাম সরবরাহ করতে চীনের বেশ কয়েকটি কোম্পানিকে নিষেধ করা হয়েছে।

 

চাও লি চিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের এ আচরণ চীনা প্রতিষ্ঠানকে দমনের আরেকটি অনুপযোগী ও মন্দ দৃষ্টান্ত। এমন আচরণ বাজার অর্থনীতির নিয়মের লঙ্ঘন এবং আন্তর্জাতিক বাণিজ্যিক বিধি ভঙ্গের পাশাপাশি চীনা প্রতিষ্ঠানের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছে। তার দৃঢ় বিরোধিতা করে চীন।

 

তিনি বলেন, অব্যাহতভাবে চীনা প্রতিষ্ঠানগুলোর বৈধ স্বার্থ রক্ষা করে যাবে বেইজিং।

(রুবি/এনাম/শিশির)